শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাকিবের ছেড়ে যাওয়া বরিশালে তামিম

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন ফরচুন বরিশালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে দলটিতে থাকছেন না তিনি।
সাকিবের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের হয়ে। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল।

শনিবার জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। ‘পুরোনো পরীক্ষিত বন্ধু’ তামিমকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মিজান বলেন, ‘ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবে। ’

গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান। এখন অবধি এই ফরম্যাটে ২৪৮ ম্যাচ খেলে ১১৯.৭৪ স্ট্রাইক রেট ও ৩২.০৮ গড়ে ৭১৮৮ রান করেন তামিম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!