https://theeditors.net/
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রমজানকে সামনে রেখে বেনাপোল বন্দরে বেড়েছে খাদ্যদ্রব‍্য আমদানি

প্রতিবেদক
the editors
মার্চ ৪, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে বেড়েছে ছোলা এবং ফলসহ বিভিন্ন ধরনের খাদ‍্যদ্রব‍্য আমদানি। ফলে রমজান মাসে এসব খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর এলাকা ঘুরে এসব খাদ্যদ্রব্য খালাস করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, দেশে এসব খাদ্যদ্রব্যের চাহিদা রয়েছে। ফলে তারা ভারত থেকে এসব খাদ্যদ্রব্য আমদানি করছেন। এছাড়া দেশে ডলার সংকটের কারণে বেশ কয়েক মাস বাণিজ্যিক ব্যাংকগুলো এসব খাদ্যদ্রব্য আমদানিতে খুবই কম এলসি দিয়েছিল। কিন্তু বর্তমানে দেশে ডলার সংকট কিছুটা দূর হওয়ায় ব্যাংকগুলো খাদ্য আমদানিতে এলসি দিচ্ছে। ফলে এসব খাদ্য দ্রব্য আমদানি বেড়েছে কয়েকগুণ।

বেনাপোল স্থলবন্দর এলাকার বিভিন্ন বাজারে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি ছোলা ৭৮ টাকা ও খুচরা বাজারে ছোলা প্রতি কেজি ৮২ টাকা, পাইকারি বাজারে কমলা প্রতি কেজি ১৮০ টাকা ও খুচরা বাজারে ২১০ টাকা, পাইকারি বাজারে আপেল প্রতি কেজি ১৮০ টাকা ও খুচরা বাজারে ২২০ টাকা, পাইকারি বাজারে আঙ্গুর প্রতি কেজি ২২০ টাকা ও খুচরা বাজারে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, আমদানি কারকরা ভারত থেকে যে সব খাদ্যদ্রব্য আমদানি করছে, সেগুলো খাওয়ার উপযোগী কিনা তার গুণগত মান পরীক্ষা করা হচ্ছে। এবং সেই খাদ্যদ্রব্য খাওয়ার উপযোগী হলে বন্দর থেকে খালাস নেওয়ার দির্দেশ দেওয়া হচ্ছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে ছোলা এবং ফলসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি বৃদ্ধি পেয়েছে। এসব খাদ্যদ্রব্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন, সেজন্য বন্দর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকে দ্বিতীয় ধাপে নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

মাহিকে জুতা মারার হুমকি নৌকা সমর্থকের

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ

নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ‍

সাবেক এমপি এন্তাজ আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সচেতনতামূলক কর্মসূচি

দেবহাটায় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে দল নির্বাচন করলে মানবে না বিএনপি: ফখরুল

সাতক্ষীরায় শিশু সন্তান ও মা‌কে হ*ত্যা, নারী আটক