সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

যাবজ্জীবন সাজার ২০ বছর পর গ্রেফতার হলেন কলারোয়ার সাজ্জাত কবির মজুমদার

প্রতিবেদক
the editors
জুলাই ২৪, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ২০ বছর পলাতক জীবনযাপনের পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হলেন চট্টগ্রামের শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাজ্জাত কবির মজুমদার।

গ্রেফতার সাজ্জাত কবির মজুমদার সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা।

রোববার (২৩ জুলাই) র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজ্জাত কবির মজুমদার ১৯৯৮ সালে চট্টগ্রাম বন্দর এলাকা হতে এক শিশুকে অপহরণ করে। একপর্যায়ে অপহৃত শিশুকে নিয়ে ট্রেনে করে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার ও অপহৃত শিশুকে উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাজ্জাত কবির মজুমদারকে যাবজ্জীবন সাজা প্রদান করে।

তবে, তার আগেই আসামি জামিনে মুক্তি পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন পূর্বক বিশ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং রোববার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার সাজ্জাতকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!