মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দখলমুক্ত হলো শ্যামনগরের হাতকাটা ও লেবুখালী খাল

প্রতিবেদক
the editors
জুলাই ২৫, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

সুলতান শাহজান: দখলমুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের হাতকাটা খাল ও লেবুখালী খাল।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে খাল দুটিতে থাকা নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এসময় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হক তাদের সাথে ছিলেন।

দীর্ঘ কয়েক বছর পর জনগুরুত্বপূর্ণ এই খাল দুটি দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এসময় স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেন, মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না প্রভাবশালীদের ভয়ে। খাল দিয়ে এলাকার পানিও নামতে পারত না। প্রশাসনের পক্ষ থেকে খাল দখলমুক্ত হওয়ায় এলাকার সবাই অনেক খুশি হয়েছে। এখন এ এলাকার জলবদ্ধতাও নিরসন হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!