সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগরে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ জামে মসজিদ চত্ত্বর থেকে আল খিদমাহ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন র্যালিটি বের করে। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মোখলেছুর রহমানের নেতৃত্ব র্যালিতে শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক, আল খিদমাহ ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওঃ মেজবাহ উদ্দিন, দপ্তর সচিব মুফতি ইব্রাহিম খলিল, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, মোঃ শাহিনুর রহমানসহ স্থানীয় মুসুল্লীরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে সংযম প্রদর্শন করতে হবে। ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি সকল অশ্লীলতা পরিহার করতে হবে।