রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাকিবকে অধিনায়কত্ব দেওয়া ‘সেরা’ সিদ্ধান্ত ছিল, বলছে বিসিবি

প্রতিবেদক
the editors
অক্টোবর ৮, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: তাসকিন আহমেদ জিম থেকে বেরিয়েছেন কেবল। কৌতূহলী সাংবাদিকরা দু-চারটা কথা বের করতে চাইছিলেন তার মুখ থেকে।

তিনি কেবল বললেন ‘ভালো আছি। আজকে শুধু জিম করলাম। ’ এরপর তিনি চেপে বসলেন মাঠে আসা পাঁচ ক্রিকেটারের জন্য আনা ছোট বাসটিতে।
এর আগে মুশফিকুর রহিম-তানজিম হাসান সাকিব বের হলেও কথা বলেননি সংবাদমাধ্যমের সঙ্গে। ম্যাচের আগে ও পরে ছাড়া তাদের কারোরই কথা বলার অনুমতি নেই। এসবের পেছনে আছেন একজন- সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর মাস কয়েক আগে অনেকটা নাটকীয়ভাবে অধিনায়কত্ব দেওয়া তাকে।

কয়েকদিন আগে সাকিব জানিয়েছেন, নেতৃত্ব নিতে খুব একটা আগ্রহীও ছিলেন না তিনি। তবে দলের কথা ভেবে বিসিবির অনুরোধে দায়িত্ব নেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার নেতৃত্বেই বাংলাদেশ দারুণ শুরু করেছে, পেয়েছে ৬ উইকেটের স্বস্তির জয়। সাকিবকে অধিনায়ক করাই কি এখন সম্ভাব্য সেরা সিদ্ধান্ত মনে হচ্ছে?

এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুকে। ধর্মশালায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার মনে হয় এখন অবধি তো তাই মনে হচ্ছে। এই মুহূর্তে দলে যারা আছে, তাদের মধ্যে ক্যাপ্টেন্সি করার মতো ম্যাটেরিয়ালগুলো যদি আমরা দেখি; অনেকগুলো প্লেয়ারেরর মধ্যে আছে। কিন্তু যাদের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে সম্ভাব্য সেরা অপশন হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের একটা ব্যাপার হচ্ছে সে অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরেই খেলছে। চাপ নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা সে খুব সহজেই সামলাতে পারে। ’

‘আমরা কর্মকর্তা হিসেবে বা আপনারা, দর্শকদের কথা বলতে পারি; আমরা যে পরিমাণ টেনশনে ছিলাম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। সেখানে আমাদের যতটুকু টেনশন ছিল, আমার মনে হয় না প্লেয়ারদের মধ্যে সেটি ছিল। কারণ ম্যাচের আগের দিনও তাদের মাইন্ড সেট আপ খুব শক্তিশালী ছিল। ওদের এই এটিচিউডে বোঝা গেছে তারা অত বেশি চিন্তিত না। তারা তাদের বেস্ট পসিবল যেটা দেওয়ার, সেটাই চেষ্টা করবে। কাজে লাগানো, পরিকল্পনা করা ও সেটা প্রয়োগ করার মধ্যেই তাদের মূল ফোকাসটা আছে। ’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে মাঠে ছিল বেশ উজ্জ্বীবিত। শুরুতে আফগানদের ৪৭ রানের জুটির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। ক্রিকেটারদের দেখে মনে হয়েছে তারা বেশ ‘চার্জড আপ’। সেটি নজর এড়ায়নি বিসিবি কর্তারও।

টিটু বলছিলেন, ‘আমরা সবসময় যেটা বলি, এগারোজন ক্রিকেটারের একটা দল হয়ে খেলা। সেটা কিন্তু আমরা কালকে শুরু থেকেই দেখেছি। সাকিব অসাধারণ অধিনায়কত্ব করেছে। আমাদের যে ফিল্ডিং করেছে সবাই, তারা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছে। এ সবটাতেই কিন্তু বোঝা গেছে তাদের শতভাগ দেওয়ার ইচ্ছে ও সেটি দিচ্ছে। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!