মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় ইট বোঝাই ট্রলিন চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানায়, রোববার সকালে পায়ে হেটে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিল মিম। কিন্ত স্কুলে পৌঁছানোর আগেই দ্রুতগামী ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথাসহ মুখমন্ডল পিষ্ট হয়ে ঘটনাস্থলের মিমের মর্মান্তিক মৃত্যু হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই ট্রলি চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।