ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ২১ দিনব্যাপী জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।
এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জেলার ৮০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।