মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

প্রতিবেদক
the editors
আগস্ট ৮, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাদাবন সংঘ ও মোংলা অপরাজিতা নারী নেটওয়ার্ক।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাদাবন সংঘের ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধূলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। নারী ক্রীড়াবিদরা এগিয়ে আসলে এসব প্রতিরোধ করা যাবে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার দাবি জানাই।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!