বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
আগস্ট ৯, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ আদিবাসী ফোরাম খুলনা ও জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

দিবস উদযাপন কমিটির সদস্য ধীরেশ প্রসাদ মাহতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম।

আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য নিরাপদ মুন্ডা ও প্রভাত সরদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, আদিবাসী সদস্য বলয় কৃষ্ণ মুন্ডা, সুব্রত মুন্ডা, অবিনাশ মুন্ডা, রতন মুন্ডা, সাধনা মুন্ডা, কবিতা মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, কাউকে পেছনে ফেলে নয় বরং একটি সমতাভিত্তিক সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলে আদিবাসীদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!