গাজী মাহিদা মিজান: সাতক্ষীরায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মাহমুদুল আলম বিবিসি, মন্টু, মিজান, রাজা ও রুবেলসহ সংশ্লিষ্টদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরা দীর্ঘদিন যাবত শহরের টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা করে তরুণ শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।