আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক জনসচেতনতামূলক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় মোংলা উপজেলা পরিষদের চত্বরে র্যালি ও মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির মোংলা শাখার টিম লিডার মাহমুদ হাসান, মোংলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর লিটন হাওলাদার প্রমুখ।