বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রার হলুদবুনিয়া খাল পুনঃখনন সম্পন্ন

প্রতিবেদক
the editors
আগস্ট ১৭, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: অনাবাদী জমি আবাদি জমিতে রূপান্তরের জন্য খুলনার কয়রার গড়িয়াবাড়ী খাল-পুনঃখনন শেষে উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি ও ইউএনসিডিএফ’র সহযোগিতায় পরিচালিত লজিক প্রকল্পের আওতায় খালটি পুনঃখনন করা হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খালটি উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ ইউসুফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ জামান, ইউএনডিপির কো-অর্ডিনেটর মোঃ আছাদুল হক, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খালটি খনন করায় এই এলাকার অনেক কৃষক তাদের জমিতে ২ বার ধান উৎপাদনসহ শাক-সবজী লাগাতে পারবে।

এর আগে প্রধান অতিথি লজিক প্রকল্পের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের কালনা মহিলা দাখিল মাদ্রাসার আধুনিক রেইন ওয়াটার হার্ভেস্টার উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!