সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক গ্রাামীণ নারী দিবস ২০২৩ উপলক্ষে গ্রামীণ নারী কৃষিমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা লিডার্স-এই মেলার আয়োজন করে।
মেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
লিডার্স-এর প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় কৃষিমেলায় আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান।
মেলায় নারী কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করেন এবং বাড়ির আশপাশে উৎপাদিত কৃষিপণ্য কীভাবে অর্থ বাঁচায় ও পুষ্টির যোগান দেয় সে বিষয়ে নানান অভিজ্ঞতা তুলে ধরেন।
মেলায় বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়নের নারী কৃষক নাজমা খাতুন এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী কৃষক সন্ধ্যা রানী। প্রেস বিজ্ঞপ্তি