রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো কালিগঞ্জের ৫জনসহ ৮ যুবক

প্রতিবেদক
the editors
মার্চ ১২, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভাল কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে।

ফেরত আসা যুবকেরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মোরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আল-আমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ফেরত আসা যুবকদের সাথে কথা বলে জানা গেছে, তারা অভাবী পরিবারের। ভাল কাজের কথা বলে তাদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতারণা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে তারা দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!