Thursday , 7 September 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯

প্রতিবেদক
admin
September 7, 2023 8:24 pm

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একইসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৬৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮৯৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৭৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৮৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮৩ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪০২ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন ঢাকাতে এবং নয়জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৪৯৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৯৪ জন মারা যান।

চলতি বছরের চার সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৪৯ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকাতে ৬৪ হাজার ১৭২ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৬ হাজার ৫৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৩০ হাজার ৩০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৫৯ হাজার ৫২৪ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৭০ হাজার ৭৮৫ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৭১১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকাতে চার হাজার ১৫১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ৫৬৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৩৮ দিনে বজ্রপাতে ৭৪ জনের মৃত্যু, অর্ধেকই কৃষক

লেবাননে ই*সরায়েলি হা*মলায় মৃত ৭, গা*জায় প্রাণ গেল আরও ৩৪ ফি*লিস্তিনির

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে যেসব এলাকায়

মানবজমিন’র সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বিপ্লব হােসেন

বসত বাড়ির জমি নিয়ে বিরোধ, বড় ভাইদের মারধরে ছোট ভাইয়ের মৃ/ত্যু

কয়রায় গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বিএনপির সাজানো বাগান ঘুটে দিচ্ছে তৈবুর রহমান, হাইকমান্ড নির্বিকার!

সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে আইনের হাতে সোপর্দ করুন: হাসনাত

বৃষ্টিতে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের