ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতিতে একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে তেলবাহী একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এলে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান এসেছে।