সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান যাচ্ছে শ্যামনগরের আব্দুর রহমান

প্রতিবেদক
the editors
আগস্ট ২৮, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক ফুটবল দলের হয়ে সাফ চ্যাম্পিয়ানশিপ অনুর্ধ্ব-১৬ খেলতে ভুটানে যাচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের গোলকিপার আব্দুর রহমান।

এ লক্ষ্যে ৩০ আগস্ট সকাল ১০টায় দলের সাথে ভুটানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে সে।

আব্দুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের হান্নান মল্লিকের ছেলে।

শ্যামনগরের যুব ব্যাসিক ফুটবল একাডেমি থেকে উঠে আসা অনুর্ধ্ব-১৬ জাতীয় দলের গোলকিপার আব্দুর রহমান ২০২০-২১ বর্ষে ঢাকা পাইনিয়ার লীগে গোপালগঞ্জ ফুটবল একাডেমির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। একই বছর ঢাকা পাইনিয়ার লীগে সেরা গোলকিপার নির্বাচিত হয় সে।

এরপর ২০২১-২২ বর্ষে ঢাকা জুনিয়র বিসিএল লীগে ওয়ারি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে সুযোগ পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস লীগে। দেশের সব চেয়ে কম বয়সী গোলকিপার হিসাবে ঢাকা ওয়ারি ক্লাবে যোগদান করেছে আব্দুর রহমান।

পরে ডাক পায় বাংলাদেশ এলিট ফুটবল একাডেমিতে। আর এবার বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে আব্দুর রহমান।

শ্যামনগরের যুব ব্যাসিক ফুটবল একাডেমির কোচ মাছুম বিল্লাহ বলেন, আব্দুর রহমানের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। সে ব্যাসিক ফুটবল একাডেমির নাম উজ্জ্বল করেছে। আশা করছি তার পারফরমেন্সে বাংলাদেশের নাম উজ্জ্বল জবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!