সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্সর গ্রুপ (এসিজি) সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সাতক্ষীরার লেকভিউ’র পদ্মা হলে এই প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ভাগে এসিজি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন ঘোষণা করেন সনাক সভাপতি হেনরী সরদার। প্রশিক্ষণে এসিজি সদস্যবৃন্দ টিআই, টিআইবি ও দুর্নীতি বিরোধী স্বেচ্ছাব্রতী আন্দোলন; টিআইবি’র বর্তমান প্যাকটা প্রকল্প এবং এসিজি’র অপারেশনাল গাইডলাইন ও নৈতিক আচরণবিধি ইত্যাদি বিষয়ে ধারণা লাভ দেওয়া হয়। এছাড়াও তারা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণের সহায়তাকারী হিসেবে ছিলেন টিআইবি’র কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান ও ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন। প্রশিক্ষণশেষে সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আব্দুল হামিদ এসিজি সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
পরে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে ‘অভিজ্ঞতা বিনিময় সভা’ অুনষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।
উপস্থিত সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা নির্মল গাইন, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক এসিজি সমন্বয়ক মো. হাছিবুর রহমান, টিআইবি’র কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন, সনাক সদস্য রেবেকা সুলতানা, সহসভাপতি মো. আ. সামাদ, সদস্য মো. তৈয়ব হাসান বাবু, ডা. সুশান্ত কুমার ঘোষ, ড. দিলারা বেগম, কল্যাণ ব্যানার্জী, কিশোরী মোহন সরকার ও প্রফেসর মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানের এক পর্যায়ে সনাক ইয়েস, এসিজি সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনায় ছিলেন সদর হাসপাতালভিত্তিক এসিজি’র সমন্বয়ক মো. মনিরুল ইসলাম মীম। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য সমাপ্তি গাইন ও মুশফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি