বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আত্মহত্যা না করার কারণ জানালেন আমিন খান

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান। সেই রাজনীতির কূটচালে পড়ে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

যে কারণে হতাশায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহননের পথেও যাওয়ার উপক্রম হয়েছিল তার।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক বক্তব্য দিলেন আমিন খান।

তবে পরিবার পাশে ছিল বিধায় আত্মহত্যার মতো মহাপাপ করা থেকে ফেরে এসেছেন বলে জানান এ নায়ক।

তিনি বলেন, বলিউডে এখন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে সবাই যেমন হা হুতাশ করছে, আমার জীবনটাও তেমন হতে পারত। চলচ্চিত্র জগতে আমিও অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি। মনোবল শক্ত ছিল, পরিবার পাশে ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি। আমার মতো করে লড়ে গেছি। চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি।

বর্তমানে চাকরি ও পরিবার নিয়েই যত ব্যস্ততা আমিন খানের। একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করছেন তিনি।

স্ত্রী স্নিগ্ধা খান, দুই ছেলে রাইয়ান খান আর মাঈন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন।

১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমা দিয়ে প্রথম রূপালী পর্দায় আসেন আমিন খান। তবে এই সিনেমা মুক্তির আগে বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমাতে কাজ করেন তিনি। সিনেমাটি সুপারহিট হয়।

১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৬৫টির মতো ছবিতে অভিনয় করেছেন এ নায়ক। ২০১০ সালের পর আর সেভাবে ঢাকাই চলচ্চিত্রে দেখা যায়নি আমিন খানকে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!