রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো শ্রীলঙ্কা

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট। এশিয়া কাপের ইতিহাসে কি এমন লজ্জায় পড়েছে কোনো দল? এককথায় উত্তর দিলে, না!

এশিয়া কাপে এর আগে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

এবার শ্রীলঙ্কা লজ্জার সে রেকর্ড থেকে মুক্তি দিলো বাংলাদেশকে। এখন এশিয়া কাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি শ্রীলঙ্কার।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুঃস্বপ্নের এক ফাইনাল খেলেছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ রীতিমত দুমড়ে মুচড়ে দেন লঙ্কানদের।

৭ ওভারে ২১ রানে সিরাজ একাই শিকার করেন ৬ উইকেট। একটা সময় ১২ রানে ৬ উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসের সর্বনিম্ন স্কোর গড়ার শঙ্কা জেগেছিল লঙ্কানদের।

ওয়ানডেতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডটি জিম্বাবুয়ের। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কাই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছিল ৩৫ রানে। এবার তারা নিজেরা সেই লজ্জায় পড়তে যাচ্ছিল।

তবে কোনোমতে রক্ষা। ৫০ রান পর্যন্ত যেতে পেরেছে লঙ্কানরা। কিন্তু এশিয়া কাপের দলীয় সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাঁচতে পারেনি দাসুন শানাকার দল। ১০ উইকেটের হারে খুইয়েছে শিরোপাও।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!