ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালার উপজেলার খেশরা ইউনিয়নের এইচ.এম.এস মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে দরজা জানালা বন্ধ করে তিনশ শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ আবদ্ধ করে রাখায় ১০ জন অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার (২০ মার্চ) এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, দশম শ্রেণীর আফসানা মিমি, নবম শ্রেণীর মহীনি আক্তার মাহী, রুমাইয়া, ফতেমা,রিমি, সপ্তম শ্রেণীর নদীসহ আরও কয়েকজন।
জানা গেছে, সোমবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান উপলক্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একটি কক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে অভিভাবকরা বিকাল ৫টার দিকে তাদেরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস জানান, ৮-১০ জন ছাত্রীকে এক সাথে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের অসুস্থ হওয়ার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষণ তারা পানি ও খাদ্য গ্রহণ করতে না পারায় মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
৯ম শ্রেণীর এক ছাত্রী জানান, সোমবার (২০ মার্চ) বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সকাল থেকে অনুষ্ঠান চলার একপর্যায়ে দুপুরে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রায় ৩শ’ শিক্ষার্থীকে জানালা-দরজা বন্ধ করে একটি কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারেক হোসেনের নির্দেশে আবদ্ধ করে রাখা হয়। বদ্ধ কক্ষে দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে এবং অক্সিজেন সংকটে বিকাল ৪টার দিকে আমাদের কিছু বান্ধবী সুস্থ হয়ে পড়ে।
অভিভাবকরা জানান, স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য শিক্ষকরা সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বদ্ধ কক্ষ আটকে রাখেন। দীর্ঘক্ষণ একটি রুমে আটকে রাখায় এবং তাদের কোন প্রকার পানি ও খাদ্য সামগ্রী খেতে না দেওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারেক হোসেন শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, স্কুলের সকল শিক্ষক বিদায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় তাদের দিকে নজর রাখা হয়নি। অসুস্থ ছাত্রীরা সকালে কিছু না খেয়ে আসার কারণে এমনটি হতে পারে। #
২১.৩.২০২৩