বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়া দেবহাটা শ্যামনগর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ

রিজাউল করিম: জমিসহ বাসগৃহ পেল সাতক্ষীরা জেলার আরও ৩৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আর এরই মধ্যদিয়ে জেলার কলারোয়া, দেবহাটা ও শ্যামনগর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের মাঝে জমিসহ বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন ও দেশের ১৫৯টি উপজেলার সাথে কলারোয়া, দেবহাটা ও শ্যামনগর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।

এ পর্বে জেলার শ্যামনগর উপজেলার ৬৯টি, কালিগঞ্জের ৪০টি, কলারোয়ার ১৫৫টি, আশাশুনির ৬০টি ও সদর উপজেলার ৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিল ও আধা পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপকারভোগীদের হাতে ঘরের চাবি, জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার (ভুমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!