https://theeditors.net/
রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনিতে নিজ ঘেরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
the editors
অক্টোবর ১, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তুষার মন্ডল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তুষার মন্ডল ওই গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, তুষার মন্ডল প্রতিদিনের ন্যায় বিকালে তার নিজের মাছের ঘেরে যায়। সেখানেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে একই গ্রামের প্রশান্ত সরদার ঘেরের পানিতে তাকে ভাসতে দেখে তুষার মন্ডলের পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ শেষকৃত্যর জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়