মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে আয়ােজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তহমিনা পারভীন।
শিক্ষক সাইফুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আশিক মেহেদী, সদস্য আরিফুল ইসলাম, কার্তিক চন্দ্র ভাইয়া, আব্দুর রশিদ মুকুল, বিদ্যোৎসাহী সদস্য শেখ মশিউর রহমান, ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন, শিক্ষক সঞ্জীব বাবু, শিক্ষক মোঃ হারুনর রশীদ, শিক্ষক ইমদাত প্রমুখ।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে কবিতা আবৃতি করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৃনাল কুমার ও সংগীত পরিবেশন করেন বাবলু কুমার সেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে।
পরে ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস।