বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘মাঠে আমারই যেতে হবে’ বললেন জায়েদ খান

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৫, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ দিন দেশের হয়ে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ লড়েছেন, সেঞ্চুরি করেছেন।

তারপরও ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
টাইগারদের এই হারের পর থেকে সামাজিকমাধ্যমসহ সর্বত্র ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই জায়েদ খান স্ট্যাটাস দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ৪টা ছবি দিয়ে জায়েদ খান লেখেন, ‘মাঠে আমারই যেতে হবে’। এর মাধ্যমে তিনি, ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন!

জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকে বিষয়টি নিয়ে মজা করছেন।

সম্প্রতি জানা যায় জায়েদ খান ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই পিরোজপুর থেকে ঢাকায় আসেন। কিন্তু অভিনয় জগতে পা রাখায় ক্রিকেটার না হয়ে নায়ক হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সময় পিরোজপুর জেলা দলের ফাস্ট বোলার ছিলেন এই নায়ক।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!