ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এই বিজয় শোভাযাত্রা আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকালে দেবহাটা হয়ে শোভাযাত্রাটি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে প্রবেশ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেকে পৃথক পৃথক মিছিল নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয় দলীয় নেতা-কর্মীরা।
শোভাযাত্রাটি শোভনালী ইউনিয়ন হয়ে আশাশুনি সদর, বড়দল, কাদাকাটি ও কুল্যা ইউনিয়ন হয়ে পুনরায় কালিগঞ্জের নলতায় ফিরে যায়।
এসময় উৎসুক জনতার উদ্দেশ্যে একাধিক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. আ ফ ম রুহুল হক।
পথসভায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এস এম হোসেনুজ্জামান, শাহ নেওয়াজ ডালিম, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, দিপঙ্কর সরকার দিপ, শেখ মেরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, জেলা জজ কোর্টের এপিপি দেবাশীষ মুখার্জী, ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজীসহ দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।