রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ব্রেস্ট ক্যানসারের যেসব লক্ষণ বেশিরভাগ নারীই অবহেলা করেন

প্রতিবেদক
the editors
অক্টোবর ২০, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক: পুরুদের চেয়ে নারীদের মধ্যে স্তন ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট করে, বিশ্বে বর্তমানে স্তন ক্যানসার ফুসফুসের ক্যানসারকেও ছাড়িয়ে গেছে। এই দুরারোগ্য ব্যাধি শনাক্ত হতে অনেকেরই দেরি হয়ে যায়।

যদিও স্তন ক্যানসারের বেশ কিছু লক্ষণ আগে থেকেই শরীরে প্রকাশ পায়, তবে অনেক নারীই সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। এজন সব নারীরই জেনে রাখা জরুরি স্তন ক্যানসারের লক্ষণগুলো সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক দুরারোগ্য এই ব্যাধির কয়েকটি সাধারণ লক্ষণ সম্পর্কে-

স্তনে ব্যথা
ভুল অনর্বাস পরার কারণে স্তনে ব্যথা হওয়া স্বাভাবিক। আবার পিরিয়ডের আগ দিয়ে স্তনে ব্যথা বা কোমলতা অনুভব করেন বেশিরভাগ নারীই। তবে কোনো কারণ ছাড়াই যদি ২ সপ্তাহের বেশি স্তনে ব্যথা অনুভব করেন, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন।

স্তনে পিণ্ড
স্তন ক্যানসারের প্রথম ও সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ হলো পিণ্ডের উপস্থিতি। এ পিণ্ড শক্ত, নরম, স্থির কিংবা চলমানও হতে পারে। তবে এই পিণ্ড ক্যানসারের কারণ হবে কি না তা যাইয়ের জন্য অবশ্যই দ্রুত পরীক্ষা করাতে হবে।

শিরা দেখতে পাওয়া
স্তনের ত্বকের উপর দিয়ে যদি কোনো শিরা দৃশ্যমান হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এটিও স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে।

স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ
স্তন্যপান না করানো সত্ত্বেও আপনার স্নবৃন্ত থেকে যদি তরল বা স্রাব নিঃসরণ হয় তাহলে অবশ্যই তা হতে পারে এক সতর্কতার ইঙ্গিত। এ লক্ষণ দেখলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনে লালচেভাব
কোনো কারণ ছাড়াই স্তনে লালচেভাব দেখা দিলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

স্তনের ত্বকে গর্তভাব
স্তনের ত্বকে যদি কোনো গর্তভাব দেখেন তাহলে তা অবহেলা করবেন না। কারণ এটিও হতে পারে ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক এক লক্ষণ।

স্তনবৃন্ত ভেতরে ঢুকে যাওয়া
যদি স্তনের ভেতরে টিউমারটি বড় হয় তাহলে স্তনবৃন্ত ত্বকের ভেতরের দিকে ঢুকে যেতে পারে। িএমন লক্ষণ দেখলে দ্রুত পরীক্ষা করুন।

স্তনের আকার পরিবর্তন
হঠাৎ করেই যদি দেখেন কোনো এক বা দুটো স্তনের আকারেই পরিবর্তন এসেছে সেক্ষেত্রে ব্রেস্ট পরীক্ষা করুন।

বগলে টিউমার
অনেকেই হয়তো জানেন না যে স্তন ক্যানসারের ক্ষেত্রে বগলে কিংবা এর আশপাশে ছোট্ট টিউমার দেখা দিতে পারে।

অনেক সময় এসব ছোট টিউমারকে সাধারণ ভেবে ভুল করেন বেশিরভাগ মানুষই। তবে এর থেকেও ব্রেস্ট ক্যানসার ছড়াতে পারে পুরো শরীরে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের অর্থ আত্মসাতের অভিযোগ

ব্যালটপেপারে প্রার্থীদের নাম থাকবে বর্ণমালার ক্রমানুসারে

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, বিএনপির ২০৮৮ নেতাকর্মীর নামে মামলা

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২১

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে ৫ মে

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

দাবানলে তছনছ যুক্তরাষ্ট্রের হাওয়াই, মৃতের সংখ্যা বেড়ে ৬৭

ব্রিজ ভেঙে বরযাত্রীদের মাইক্রোবাস খালে, নিহত ১০

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

শ্যামনগরে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

error: Content is protected !!