ডেস্ক রিপোর্ট: ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় সদর উপজেলার ঘোনার মের্সাস নিউ সরদার ব্রিকসের মালিক রজব আলীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।