the editors logo
রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

হৃদয় কাঁদে জয়ার

প্রতিবেদক
the editors
নভেম্বর ২৪, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেয়ের পাশাপাশি প্রাণীদের খুব পছন্দ করেন। তার প্রমাণ বিভিন্ন সময়ে দিয়েছেন এই অভিনেত্রী। রাস্তার ক্ষুধার্ত বা আহত কুকুর-বিড়াল পেলেই খাবারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। প্রাণীর প্রতি তার এই ভালোবাসা নতুন নয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। এবার রাজধানীর জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে বিষপ্রয়োগে করে মেরে ফেলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়টি ব্যথিত করেছে জয়ার।

২৩ নভেম্বর সকালে জয়া এই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবিসহ পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়াল বিষ। ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

জয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায়।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!