ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান দাসপাড়া কালি মন্দিরে ‘কালিঘাট’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি কলেজের খালপাড়ে এই ‘কালিঘাট’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাজারবাগান দাসপাড়া কালি মন্দির কমিটির উপদেষ্টা মন্টু কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, জেলা যুবলীগের সদস্য এডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, মানস সোম, রাজারবাগান দাসপাড়া কালি মন্দির কমিটির সভাপতি প্রকাশ দাস, সাধারণ সম্পাদক মিলন দাস, বসু দাস, কমল দাস, গোপাল দাস, কার্তিক চন্দ্র দাস প্রমুখ।