ডেস্ক রিপোর্ট: চোটের কারণে বিশ্বকাপের এক ম্যাচ রেখেই ফিরতে হয় সাকিব আল হাসানকে। তার খেলা হচ্ছে না ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
এই সিরিজের পরপরই বাংলাদেশ দল উড়াল দেওয়ার কথা নিউজিল্যান্ডে। ওখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
এই সিরিজেও সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বুধবার বিসিবিতে এসেছিলেন সাকিব। তখন ডাক্তারদের দেখিয়েছেন তিনি। এরপর জানা গেছে, সাকিবের নিউজিল্যান্ড সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা। বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এক্সরে করে জানা যাবে আসল অবস্থা।
তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল ব্যান্ডেজটা খুলে নতুন করে দেয়া। পরের অবস্থাটা বুঝতে গেলে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। সাধারণ তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে সিদ্ধান্ত নিতে হবে। ’
বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ম্যাচের আগে দেশে ফিরেছিলেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান। সেখান থেকে ফিরে আওয়ামী লীগের হয়ে তোলা তিন আসনের মনোনয়ন জমা দিয়েছেন তিনি। পরদিন হাতে ব্যান্ডেজ নিয়ে এসেছেন মিরপুরে।