ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো ১২ টন আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরিপক্ক এসব আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল।
বুধবার (১ মে) সকালে উপজেলার নলতা এলাকা থেকে ও মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাম্পাফুল কালীবাড়ি এলাকা থেকে আমগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর কুমার দাস ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালীবাড়ি বাজার এলাকা ও বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নলতা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে প্রায় ১২ হাজার কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পূর্বেই মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আমগুলো অপুষ্ট ও রাসায়নিক দিয়ে পাকানো বলে নিশ্চিত হয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়।