বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিবেদক
the editors
মার্চ ২, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

এ সময় তিনি বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব বলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!