শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় বছরের প্রথম দিনে নতুন বই পেল ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
পরে সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন তিনি। বছরের শুরুতেই নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।
এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।