ডেস্ক রিপোর্ট: রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ নিহত হয়েছেন। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে খিলগাঁও ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সালেহ উদ্দিন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হোসেন বলেন, কমলাপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগি একেবারে পুড়ে গেছে। ভয়াবহ অবস্থা। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নেভানোর কাজ করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউ দাউ করে জ্বলছিল ট্রেনটি।