স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও ৭ থেকে ৮ মাস বাকি। ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ থেকে এখনই ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাটের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচের মাঝপথেই হাঁটুতে ব্যাথা পেয়ে মাঠ ছেড়ে যান তিনি।
কিন্তু এই আঘাতের কারণে যে এতবড় মূল্য দিতে হবে, তা কে জানতো? পরীক্ষা-নীরিক্ষা করার পর দেখা গেছে হাঁটুর অভ্যন্তরে থাকা লিগামেন্ট পুরোটাই ছিঁড়ে গেছে উইলিয়ামসনের।
যার ফলে এখন হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। যা একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। হাঁটুর ওই অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে ফিরতে ওয়ানডে বিশ্বকাপ পার হয়ে যাবে। এর অর্থ, এখনও ঘোষণা হয়ে গেছে যে, আগামী বিশ্বকাপ পুরোটাই মিস করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।