মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভুয়া চিকিৎসকসহ তিনজনের কারাদণ্ড, ১টি ক্লিনিক সিলগালা

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৩০, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এসময় সদর হাসপাতাল মোড়ের শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাসের কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!