রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়নে সংসদে বিশেষ বরাদ্দ চাইলেন আতাউল হক দোলন

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে নিজ বক্তব্যের প্রথম দিনেই সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ বরাদ্দ চেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় তিনি সম্পূরক প্রশ্নে বলেন, আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪। যেটি অত্যন্ত দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত। শ্যামনগর ও কালিগঞ্জ এই উপজেলা দুটি সবসময় প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে থাকে। সাতক্ষীরার জন্য বিশেষ একটি প্রকল্প গ্রহণ করে সাতক্ষীরার সড়কগুলো যদি স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়ন করা যায়, তাহলে মানুষ যেভাবে আমাদের ভোট দিয়েছে, তাদের কল্যাণে আমরা কাজ করতে পারবো।

জবাবে স্থানীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মাননীয় সংসদ সদস্য যে অবকাঠানো উন্নয়নের কথা বলেছেন, ওই এলাকায় প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজ চলছে। তারপরও উনি যেগুলো বলেছেন, সেগুলো অন্তর্ভুক্ত না থাকলে উনি লিখিত দিলে আমরা অন্তর্ভুক্ত করে দেব।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!