ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে ‘স্টেপ আপ দি ফাইট এগেনস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন অ্যান্ড কমিউনিটিস’ প্রকল্পের আওতায় টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর অর্থায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষাবিদ প্রফেসর মো.আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীর সদর উপজেলার নির্বাহী অফিসার শামীম ভূইয়া।
সভায় প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান শিশু শোষণ ও শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কার্যক্রম তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, সাতক্ষীরা সদর থানার এস.আই অপর্না বিশ^াস, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম, সিডাব্লিউসিএস এর মো: রুহুল আমিন, সুশীলন এর ডেপুটি ডিরেক্টর জি.এম মনিরুজ্জামান, মহিলা পরিষদের জোসনা দত্ত প্রমুখ।
সভায় শিশু সুরক্ষায় সরকারি ও বেসকারি পর্যায়ের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।