শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় গৃহবধূ সাইমাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
মার্চ ৯, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কোরআনে হাফেজা গৃহবধূ সাইমা খাতুন (১৮) কে শ্বাসরোধে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার এবং স্বামী-শ্বশুরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ডে সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, খেদমতে খালক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফজলুল হক আমিনী প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, এই হত্যাকান্ডের ঘটনায় গৃহবধূ সাইমা খাতুনের মা রাবেয়া বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (০৩) দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার সাইমার স্বামী তানজিম ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে গৃহবধূ সাইমাকে গলা চেপে নৃশংসভাবে হত্যা করে তার স্বামী তানজিম ইসলাম। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে রাতেই সাইমা খাতুনের মরদেহ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!