প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে দৈনিক পত্রদূত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ, প্রাণ সায়ের খালের দূষণ রোধ, বেআইনীভাবে জলাশয় ভরাট বন্ধ, পাখিদের অভয়াশ্রম গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্টা ডা. সুশান্ত ঘোষ ও ক্লাবের সমন্বয়কারী এবং চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনিরুদ্দীন।
সভায় প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আহসানুর রহমান রাজিব, সাংগঠনিক সম্পাদক এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক মো: ফিরোজ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক হুমায়ন কবির রায়হান, নারী বিষয়ক সম্পাদক ফারজানা রুবি মুক্তি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দীন রানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো: গোলাম সরোয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিয়াজ মোরর্শেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি