Sunday , 10 March 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বুড়িগোয়ালিনী ইউপি: দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় ইউপি সদস্যকে মারপিট!

প্রতিবেদক
admin
March 10, 2024 7:17 pm

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের মাসিক সভায় দুর্নীতির বিরুদ্ধে কথায় বলায় সংরক্ষিত আসনের ইউপি সদস্য উমা রানীকে মারপিটের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (৮ মার্চ) এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে ওই ইউপি সদস্য শ্যামনগর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িগোয়ালিনী ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উমা রানী নানা দুর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মুকুন্দ কুমার পাইক উমা রানীর মাথার চুল ধরে ওয়ালের গায়ে ধাক্কা মারে। এসময় উমা রানী চিৎকার করলে তার মুখ চেপে ধরেন মুকুন্দ কুমার পাইক। যদিও তাতে বাধার সৃষ্টি করেন চেয়ারম্যান।

একপর্যায়ে উমা রানী চেয়ারম্যানের কাছে বিচার চাইলে চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তাদের স্থানীয়ভাবে মিটমাট করে নেওয়ার কথা বলেন।

পরে বিচার না পেয়ে শ্যামনগর থানায় অভিযোগ করেন উমা রানী।

উমা রানী বলেন, দীর্ঘ দুই বছর আমি ইউনিয়ন পরিষদের সকল প্রকল্প থেকে বঞ্চিত রয়েছি। আমার একটাই অপরাধ, আমি নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম নির্বাচনের সময়। এই কারণে বর্তমান চেয়ারম্যান আমাকে কোনো প্রজেক্ট দেবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে। সেই থেকে আমি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সকল প্রকল্প থেকে বঞ্চিত আছি।

ঘটনাস্থলে থাকা ইউপি সদস্য আবিয়ার রহমান বলেন, উমা দিদি জোরে কথা বলার কারণে হঠাৎ মুকুন্দ দাদা তার মাথার চুল ধরে ধাক্কাধাক্কি করে। এরপরে গলা ও মুখ চেপে ধর। বিষয়টি খুবই দুঃখজনক।

মুকুন্দ পাইক বলেন, উমা রানী পরিষদের মধ্যে গালিগালাছ করার কারণে আমি এয়ারকি করে তার মুখ চেপে ধরেছিলাম।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মারপিটের কোনো ঘটনা ঘটেনি। উমা রানী গালিগালাছ করার কারণে ইউপি সদস্য মুকুন্দ পাইক তার মুখ চেপে ধরেছিল।

সর্বশেষ - জাতীয়