বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শিক্ষক নিবন্ধন পরীক্ষা: কেন্দ্রে যা নেওয়া যাবে না

প্রতিবেদক
the editors
মার্চ ১৪, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ১৫ মার্চ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

আর এই পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০, ৩১, ও ৩৪ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার কেন্দ্র ও তার আশপাশের এলাকার দুই শত গজ পরিধির মধ্যে যেকোনো ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ গণবিজ্ঞপ্তি ১৫ মার্চ পরীক্ষা চলাকালীন দিন ও সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায় বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত তালিকা সূত্রে জানা গেছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ কলেজ পর্যায়ে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২২টি ও স্কুল পর্যায়ে ৮১টি কেন্দ্র রয়েছে। আর স্কুল পর্যায়ের পরীক্ষা ১৫ মার্চ সকালে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

preload imagepreload image