মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন জয়া আহসান অপি করিম ফারিন

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ২৬, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ ভারতের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত পুরস্কার। বলিউডের পাশাপাশি টালিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ প্রদান করা হয়।

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ পুরস্কারটিতে বিগত কয়েক বছরের ন্যায় এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দর্শকনন্দিত তারকা জয়া আহসান। এবার জয়া আহসান ছাড়াও মনোনয়নের তালিকায় নাম লেখালেন দেশের শোবিজ ভুবনের আরও ৪ তারকা।

জানা গেছে, জয়া আহসান ২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। ২৬ মার্চ রাতে এ মনোনয়নের তালিকা ফিল্মফেয়ার কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

ফিল্মফেয়ারের ওয়েবসাইট থেকে জানা গেছে, আসছে ২৯ মার্চ কলকাতার তারকা হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৪’জমকালো আসর বসবে।

২০২৩ সালে টালিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরা শিল্পীদের বেছে নেওয়া হবে।

ফিল্ম ফেয়ারে ২টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছেন।

জয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় আরও আছেন কোয়েল মল্লিক, চূর্ণী গাঙ্গুলি, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি ও শোলাঙ্কি রায়। আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তাকে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে লড়তে হবে।

সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ২ অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। তারা অপি করিম চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে তাসনিয়া ফারিণ অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য মনোনয়ন পেয়েছেন।

অপি ও ফারিণের সঙ্গে তালিকায় আরও আছেন অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। এ ছাড়া সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায়ও রয়েছে ফারিণের নাম। তাদের সঙ্গে আরও আছেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মণ্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্য।

ফিল্মফেয়ারের এবারের মনোনয় তালিকায় বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব চমক দেখিয়েছেন। সেরা গায়কের তালিকায় জায়গা করে নিয়েছেন তরুণ এ সংগীতশিল্পী। কলকাতার ‘চিনি-২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এ মনোনয়ন পেয়েছেন মাহতিম শাকিব। জানা গেছে মাহতিম শাকিবের সঙ্গে তালিকায় আরও রয়েছেন অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলন বরিশাল-খুলনার ফল প্রত্যাখ্যান, সিলেট-রাজশাহীর ভোট বর্জনের ঘোষণা

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক মোজাম্মেল হক

মিরাজ-তাইজুলের স্পিন বিষে লিডের আশা বাংলাদেশের

সাতক্ষীরায় সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

ছাত্র-জনতার আন্দোলন নস্যাতে আসা অস্ত্রধারীরা এখনও অধরা

ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা?

নাইজেরিয়ায় সেনাবাহিনীর ড্রোন হামলায় ৮৫ বেসামরিক নিহত

জাবিতে ধর্ষণকাণ্ড: ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, দুজনের সনদ বাতিল

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কয়রায় ১৬ কেজি হরিণের মাংসসহ আটক ২

error: Content is protected !!