বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কৃষকরা দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড: এমপি রশীদুজ্জামান

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ২৮, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, কৃষকরাই হচ্ছেন এদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড। কৃষি অর্থনীতির ওপর নির্ভর করে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বুধবার (২৮মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমাদী ইউনিয়নের পাটনীখালী গ্রামে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মহাদেব কুমার সানা, স্মার্ট ক্লাইমেট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ, অতিরিক্ত উপপরিচালক এসএম মিজান মাহমুদ প্রমুখ।

বক্তব্য রাখেন আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপসহকারী মাহফুজুর রহমান, নাইমুর প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!