মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শান্তর কাছে সময় চেয়েছেন তামিম

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৬, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না— এ আলোচনা চলছে প্রায় এক বছর ধরে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে দলের নেতৃত্ব ছেড়ে দেন, এর আগে অবসর নিয়ে দেন ফেরার ঘোষণা।

পরে তার জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে।
এসব নিয়ে জলঘোলাও কম হয়নি। এর মধ্যে সোমবার মিরপুরে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচশেষে তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মঙ্গলবার একটি বাণিজ্যিক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন তিনি।

শান্ত বলেন, ‘সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। ’

‘একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে… কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে। ’

ফিটনেস ইস্যুতে টেস্টে ফিরতে চান না তামিম, ওয়ানডেতেও আগ্রহ নেই খুব একটা- এমন আলোচনা আছে। টি-টোয়েন্টি থেকেও অবসরে গেছেন আগেই। শান্ত অবশ্য বলছেন, ফিট তামিমকে যেকোনো ফরম্যাটে চান তিনি।

জাতীয় দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক বলেন, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি। ’

শান্তর কাছে আলাদা করে প্রশ্ন হয়, অবসর ভেঙে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ফেরানো প্রসঙ্গেও। এ ব্যাপারে স্পষ্ট করেই শান্ত বলছেন, এমন চিন্তা নেই তাদের।

তিনি বলেন, ‘এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!