মাহমুদুল হাসান শাওন: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দী ৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবর রহমান মোটরসাইকেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো. আল ফেরদাউস আলফা হেলিকপ্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা চিংড়ি মাছ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম আনারস ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রাহান তিতু ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ তালা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান ফুটবল এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আচরণবিধি প্রতিপালনে সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি থাকবে। কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।