বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে একজনের কারাদণ্ড

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৯, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে তপণ মন্ডল (৩২) নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপদ্রব্য পুশ করা ২৫ কেজি চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত তপন মন্ডল উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মন্ডলের ছেলে।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!