মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া এলাকার বাসিন্দা পাঁচালি দাসি। বয়স ৮০ ছুই ছুই। বয়সের সাথে নানা অসুখে আক্রান্ত হয়ে চলার ক্ষমতা নেই তার। তারপরও এসেছেন ভোট কেন্দ্রে। দিয়েছেন ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোট নষ্ট না করতে ভ্যান চড়ে কেন্দ্রে এসে আনসার সদস্যের কোলে চড়ে ভোটকক্ষে যান তিনি।
মঙ্গলবার (২১ মে) উপজেলার মাঝ পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দিতে দেখা যায় তাকে। শারীরিক অসুস্থতার কারণে ভ্যান থেকে নামতে পারছিলেন না তিনি। পরে এক আনসার সদস্য তাকে কোলে করে ভোট কক্ষে নিয়ে যান।
অসুস্থতার মধ্যেও ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আইছি। এটাই শেষ ভোট কি না জানি না?
অসুস্থ শ্বাশুড়ী মাকে ভোট দিতে নিয়ে এসেছিলেন রূপা দাস। তিনি বলেন, তিনি হাঁটতে পারেন না টিউমারের কারণে। শরীরে সব সময় কাঁপুনি ধরে। একজনের সঙ্গ ছাড়া তিনি চলতে পারেন না। তাই আমি সাথে এসেছি। কাল থেকে উনি বারবার বলছেন বউমা আমি ভোট দিতে যাবো। তাই সকাল সকাল ভীড় হওয়ার আগেই নিয়ে এসেছি।
প্রসঙ্গত, সাতক্ষীরার দেবহাটা, তালা ও আশাশুনি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।